+91 94343 67128 | info@gmail.com
Regd. No: S/99382 Dise. Code: 19031401004

Ramakrishna Sishu Vidyamandira

Mobile No: 9434367128/8250561960
বিদ্যামন্দিরের বিশেষত্ব

• স্ফূরণ পত্রিকা প্রকাশিত হয় শিশু ম্যাগাজিন / হাতের কাজের প্রদর্শনী হয়।
• প্রতিবছর বিদ্যামন্দির প্রাঙ্গনেই অনুষ্ঠিত হয় ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকাদের নিয়ে পিকনিক।
• প্রতিবছর ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথিতে বিদ্যামন্দিরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
• প্রতিবছর ডিসেম্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
• প্রতিবছর চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ।
• বিদ্যামন্দিরের অভিভাবক-অভিভাবিকাদের নিয়ে বছরে চার বার স্বামীজীর শিক্ষা চিন্তার উপর আলোকপাত করে মন নিয়ে কথা হয়।
• ছাত্র-ছাত্রীদের বা অভিভাবকদের হাত দিয়ে দুঃস্থদের মধ্যেসেবা প্রদান করা হয়।
• ছাত্র-ছাত্রীদের প্রাথমিক প্যারেড এর শিক্ষা প্রদান করা হয়।
• নিয়মিত পাঠচক্র এবং বিভিন্ন মণীষীর দিবসে বিশেষ স্বল্প আলোচনা হয়
• পিতৃ-মাতৃ পূজনে বিশেষ জোর প্রদান করা হয়।
• ছাত্র-ছাত্রীর রামকষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন থেকেআগত পূজনীয় মহারাজগণের পবিত্র সঙ্গ লাভ।।
• শিশুকে খেলার ছলে (Play-way Method) শিক্ষা প্রদান করা হয়।
• প্রতিষ্ঠানের দেওয়া শিক্ষা শিশুর মনে সর্বদা খোরাক যোগাবে এবং শিশুকে সবসময় চনমনে এবং মানসিক চাপ থেকে মুক্ত রাখবে।
• একাগ্রতা, মনোসংযোগ ও প্রার্থনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উদ্দেশ্য শিশুদের চরিত্র গঠনের ভিত দৃঢ় করা।
• পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সংশোধনী পাঠের (Remidial Teaching)ব্যবস্থা রয়েছে।
• এই প্রতিষ্ঠানের শিক্ষা সমাপনান্তে শিক্ষার্থীরা যে কোনো সরকারী হাইস্কুলে ভর্তি হতে পারবে।
সম্পূর্ণ আধুনিক পাঠক্রম যথা – বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত, Computer, G.K. অঙ্কন, শারীরশিক্ষা প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত।
• পঠন-পাঠন মাধ্যম:- বাংলা মাধ্যমে পঠন-পাঠন হবে। ইংরেজি, কম্পিউটার, বিষয়গুলি ইংরেজিতে পাঠদান করা হয়।
• ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ।
• কম্পিউটার-কে আবশ্যিক বিষয় হিসেবে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে।
• কম্পিউটার প্রশিক্ষণেরব্যবস্থারয়েছে। পাঠ্য বিষয়ের সঙ্গে - খেলাধূলা,অঙ্কন, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য,নাটক যোগাসন ইত্যাদি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
• প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকদ্বারা পঠন-পাঠনের ব্যবস্থা রয়েছে। শ্রেণিকক্ষে অত্যাধুনিক শিক্ষা-সহায়ক উপকরণ TLM ব্যবহার করা হয়।
• বিভিন্ন অনুষ্ঠানের জন্যশিশুদের ব্যান্ড প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
• শিক্ষার্থীদের জন্য Counselling-এর ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের দেখাশোনার জন্য সর্বদা মাসি রয়েছে।
• শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে।
• বিদ্যামন্দির চত্বর CCTV-এর আওতায় রয়েছে।
• শিক্ষার্থীদের সার্বিক মূল্যায়ণ (Evaluation) এর জন্য CCE মূল্যায়ণ পদ্ধতি অনুসরণ।

We are at#

in Numbers

Guided by the ideals of Sri Ramakrishna, Sri Sarada Devi, and Swami Vivekananda, our Sevashrama continues to serve the community with dedication and compassion. The numbers below reflect our ongoing efforts to uplift and educate through spiritual, social, and academic service.

16

Skilled Teachers

36

Class Rooms

2500

Total Students
Admission Enquery
Our Activites

with the students

Special Features
True Hero

Sri Ramakrishna Sevashrama, Tufanganj

Inspired by Swami Vivekananda’s clarion call for work and worship, service to mankind, and self-realization, a study circle was founded at Tufanganj, West Bengal and became the most important branch centre of North Bengal.

Get In Touch

Bidhan Pally Road, Tufanganj, Andaran Phulbari, West Bengal 736160

+91 94343 67128

info@gmail.com

Subscribe

Please provide your email to get in touch with the latest activity of Ashrama and get informed about all events and Sangkirtans

© rkstufanganj.org. All Rights Reserved. Designed by Inttech Technologies